প্রথম ওভারেই সাকিবের আঘাত

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে আইরিশরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ২ রান। নিজেদের প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৬৯ রান করেছে বাংলাদেশ।

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আইরিশরা। সাকিবের করা প্রথম ওভারে মুখোমুখি প্রথম ডেলিভারিতেই লেগ বিফোরের ফাঁদে পড়েন জেমস ম্যাককলাম। ফলে গোল্ডেন ডাকের স্বাদ পান তিনি।

এর আগে দুই উইকেটে ৩৪ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন শুরুতেই ফেরেন মুমিনুল হক, করেন ১৭ রান। মাত্র ৪০ রানে তিন উইকেট হারানো টাইগারদের হয়ে এরপর শক্ত প্রতিরোধ গড়ে তোলেন সাকিব ও মুশফিক।

একপর্যায়ে সাকিব ও মুশফিক দুজনেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। তবে ৮৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যার মাধ্যমে ভাঙে দুজনের ১৫৯ রানের জুটি।

সাকিব আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও ইনিংসকে তিন অঙ্কে রূপ দেন মুশফিক। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ১২৬ রানের ইনিংস। অন্যপ্রান্তে লিটন দাস ৪৩ রান করেন।

শেষদিকে বাংলাদেশের ইনিংস এগিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে ৫৫ রান করেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন একাই ৬ উইকেট শিকার করেন। এছাড়া মার্ক আদাইর ও বেন হোয়াইট দুটি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অল আউট হয়েছিল আয়ারল্যান্ড।

আরও পড়ুন...