টেস্ট দলের অধিনায়কত্ব থেকে বাদ আফিফ

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক চারদিনের টেস্ট ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ছিলেন আফিফ হোসেন। প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাটিতেছে হেরেছে বাংলাদেশ দল। তৃতীয় টেস্টে চমক দেখিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আগের স্কোয়াডে থাকা আফিফসহ ৭ জনকে বাদ দেওয়া হয়েছে।

স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে সাদমান ইসলাম, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, রিপন মণ্ডল ও খালেদ আহমেদ। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরীকে।

বিসিবির বিশেষ সূত্রে জানা গেছে, বাদ নয় বিশ্রাম চেয়ে বিসিবির কাছ থেকে শেষ ম্যাচে ছুটি নিয়েছেন আফিফ। তার পরিবর্তে উইন্ডিজদের বিপক্ষে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে জাকির হাসানকে।

তৃতীয় টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : জাকির হাসান (অধিনায়ক), সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান ও ইরফান শুক্কুর।

আরও পড়ুন...