
আফগানিস্তানের বোলারদের তোপে দ্বিতীয় দিন সকালে অল্পেই অল আউট হয়েছে বাংলাদেশ। তবে ছেড়ে কথা বলছে না টাইগাররাও। আফগান শিবিরে শুরুতেই আঘাত হেনেছেন শরিফুল ইসলাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ এক উইকেটে ২৪ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৮২ রান করেছে বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও আব্দুল মালিক। শুরুতেই জীবন পান জাদরান। তার ক্যাচ তালুবন্দী করতে পারেননি লিটন দাস। তবে তার হাতেই ধরা পড়ে মাঠ ছেড়েছেন এ ওপেনার।
শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ৬ রান করেছেন জাদরান। মালিক ১৭ ও রহমত শাহ ০ রানে ব্যাট করছেন।
dsএর আগে মুশফিকুর রহিম ৪১ ও মেহেদী হাসান মিরাজ ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দুজনেরই বড় ইনিংস খেলার অভিজ্ঞতা থাকায় আজ টাইগারদের সংগ্রহ বড় হবে, এমনটাই ভেবেছিলেন সবাই। কিন্তু তা আর হলো কই!
নিজাত মাসুদের বলে ৪৭ রানে স্লিপে ধরা পড়েন মুশফিক। তার আগের ওভারেই আহমাদজাইয়ের বলে পয়েন্টে আউট হন মিরাজ। এ অলরাউন্ডার করেন ৪৮ রান। অল্প সময়ে দুজনের বিদায়ে বেশ বিপদে পড়ে টাইগাররা।
লেজের দিকের ব্যাটাররাও আজ কিছু করতে পারেননি। তাসকিন আহমেদ ২ রান করলেও খাতা খোলার আগেই ফিরেছেন তাইজুল ইসলাম। শরিফুল ৬ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
বল হাতে আফগানিস্তানের হয়ে আলো কেড়েছেন এ ম্যাচে অভিষিক্ত নিজাত মাসুদ। ইতিহাসের ২২তম বোলার হিসেবে অভিষেকের প্রথম ডেলিভারিতেই উইকেট নেয়া এ বোলার শিকার করেছেন পাঁচ উইকেট।
দ্বিতীয় আফগান বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকার করেছেন মাসুদ। তিনি ছাড়া ইয়ামিন আহমাদজাই দুটি এবং জহির খান, আমির হামজা ও রহমত শাহ একটি করে উইকেট শিকার করেন।