
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানিস্তান। টার্গেট তাড়া করতে নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল আগে ২ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
প্রথম ম্যাচ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।