
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুই দলের সামনেই দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি।
গতবারের শিরোপাজয়ী পাকিস্তান এবারও টানা দ্বিতীয় শিরোপা জিততে মরিয়া। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আইয়ুব তাহিরের ঝড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৫২ রানের রেকর্ড গড়েছে পাকিস্তান।
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে সবশেষ আসরে বাংলাদেশের বিপক্ষে ৩০১ রান করেছিল পাকিস্তান। সেই ম্যাচে বাংলাদেশ ২২৪ রানে অলআউট হয়ে শিরোপার স্বপ্ন ভঙ করে।
ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে শিরোপা জিততে হলে ভারতীয় এ দলকে করতে হবে ৩৫৩ রান।
শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।