
শাহ্ মো: রেজাউল করিম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে কসিমন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম সাদেক, মিঠিপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মন্ডল। খেলা পরিচালনা করেন মমিনুল ইসলাম দোয়েল। খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তারা হলেন ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ বনাম মিঠিপুর ইউনিয়ন পরিষদ। খেলায় ভেন্ডাবাড়ী ইউনিয়ন দলকে পরাজিত করে মিঠিপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।