“শিশুদেরকে স্বপ্ন দেখাতে হবে”

মো: সোহেল রানা, দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ প্রধানমন্ত্রীর বানী ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারী শিক্ষক মোছা: সুমি আক্তার এর সঞ্চালনায় ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ স্বাগত বক্তব্য রাখেন ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো একেএম বদিউজ্জামাল জীবন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, ৩নং কবাখালী আওয়ামী লীগের সভাপতি মো মফিজুর রহমান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল আলিম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য স্মৃতি কাঞ্চন চাকমা, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো জয়নাল আবেদীন বিদ্যালয় পিটিআই সদস্য মো: মাহমুদুল হাসান খোকন প্রমূখ।

অভিভাবক সমাবেশ আলহাজ্ব মোঃ কাশেম বলেন, জন্মের ৪৫দিনে মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে। নাগরিক সকল সুযোগ সুবিধা ভোগ করতে হলে জন্ম নিববন্ধন থাকতে হবে। বর্তমান সরকার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠা দৃষ্টি নন্দন করে দিচ্ছে। উন্নয়ন শান্তি সম্প্রীতি বজায় রেখে সকল কাজ করা হবে। শিশুদেরকে স্বপ্ন দেখাতে হবে আশা ভরসা দিতে হবে, তাহলে শিশুদের মেধা বিকাশিত হবে তাহলে তারা ভালো কিছু করবে।
আলোচনা সভাশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী মাঝে পুরস্কার তুলে দেন এবং ২১ ফেব্রুয়ারি ভাষা দিসব স্কুলের দেয়ালিকা উন্মোচন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: কাশেম। স্কুলের ছাত্রছাত্রী অংশ গ্রহনে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...