
বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও দমননীতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আজ দেখতে পাচ্ছি ভারতের ক্ষমতাসীনরাও শেখ হাসিনার পথ অনুসরণ করছেন। বাংলাদেশে নির্বাচনে আগে যেভাবে বিরোধী নেতাকর্মীদের ওপর অত্যাচার চালানো হয়েছিল, অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল, একই কায়দায় সেখানেও (ভারত) দমননীতি চলছে।’
রোববার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে আয়োজিত পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশে যেভাবে নির্বাচনের আগে বিরোধীদলের শীর্ষ নেতাসহ ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল, যেভাবে একটি স্বৈরশাসক সৃষ্টি হয়েছে, একই কায়দায় পার্শ্ববর্তী রাষ্ট্রেও দেখলাম বিরোধীনেতা অরবিন্দু কেজরিওয়াল, লালু প্রসাদ যাদবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে বিরোধী মতধারীদের। এ দেশে যেভাবে বিরোধী নেতাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, দোকানপাট দখল করা হয়েছে, একই পথ অনুসরণ করছে পার্শ্ববর্তী রাষ্ট্র।’
তিনি বলেন, ‘আজ এই ফর্মুলা বাস্তবায়নের গুরু কে? শেখ হাসিনাকেই অনুসরণ করছেন নরেন্দ্র মোদী।’
এ বিএনপি নেতা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ যারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায়, বিরোধীদলকে দমন করতে চায়, স্বাধীনতাকে রুদ্ধ করতে চায়, তারা এখন শেখ হাসিনাকে তাদের দার্শনিক হিসেবে জানছেন। তাদের নেতা হিসেবে জানছেন।’
তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব হাজী মুজিবুর রহমান, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কামরুজ্জামান দুলাল প্রমুখ।