
নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিএনপির পূর্বঘোষিত সমাবেশে সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ জুন) ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এরআগে বিকাল ৫টায় দিকে সমাবেশে অনুমতির বিষয়ে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল। তবে ডিএমপি কমিশনার মিটিংয়ে থাকায় প্রতিনিধি দলটি অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে বৈঠক করেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার জন্য আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, শনিবার ঢাকা মহানগরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আমরা অবহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি। সেই চিঠি অনুযায়ী আমরা শনিবার বিকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবো। আর প্রশাসন আমাদের সহযোগী করার আশ্বাস দিয়েছে।
একপ্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশ্বাস পেয়েছি, উনারা (পুলিশ) আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দায়িত্ববোধ থেকে আমরা সমাবেশ সম্পূর্ণ করবো। এখানে পুলিশের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করেছি। তারা আমাদের সহযোগিতা আশ্বাস দিয়েছেন। তারা আমাদের সহযোগিতা করবেন।
এরআগে গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী শনিবার সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বিএনপি। সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই আবেদন করা হয়। এতে বলা হয়, আগামী শনিবার বেলা ২টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সমাবেশের বিষয়ে আপনার অনুমতি, মাইক ব্যবহার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।