তালায় কপোতাক্ষ নদের চরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

পিবিএ,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা তালায় কপোতাক্ষ নদের চর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে তালায় মাঝিয়াড়া শশ্মানঘাটের ওপারে চরগ্রামের কপোতাক্ষ নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তবে এখন পর্যন্ত মরদেহটির এখনো পরিচয় জানা যায়নি।

থানা পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার দুপুর গ্রামের বাসিন্দারা কপোতাক্ষ নদের চরে অজ্ঞাত নারীর মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে দুপুর ২টার দিকে উপুড় হয়ে পড়ে থাকা অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তালা থানার অফিসার্স-ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানতে কাজ চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন...