খাগড়াছড়ি সদরের নেতৃত্বে মংখই-থৈইউ

অধিকার আদায়ের রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা বলেছেন, পিঁছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে বলে জানান তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হলে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর সদর উপজেলা আহ্বায়ক কমিটি আয়োজিত ৭তম কাউন্সিল ২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মারমা সম্প্রদায়কে সামাজিক ভাবে সচেতন হতে হবে। অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও চাকরি,শিক্ষা,ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে স্বোচ্ছার থাকার আহ্বান জানিয়ে পিঁছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক আমাদের অঙ্গিকার স্লোগানে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কাউন্সিলে অন্যানদের মধ্যে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর খাগড়াজড়ি সদর শাখার রাপ্রু মগ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাষ্টার,সাধারন সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা প্রমূখ।

পরে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির সভাপতি মংখই মরামা,সম্পাদক থৈইউ করে ১০১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়।

আরও পড়ুন...