কালীগঞ্জে রাজমিস্ত্রির অবদান বিষয়ে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ”শেল্পিক নির্মাণ’ রাজমিস্ত্রিদের অবদান” এ স্লোগানে বসুন্ধরা সিমেন্ট এর উদ্যোগে কালীগঞ্জে রাজমিস্ত্রিদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে এবং কালীগঞ্জের পরিবেশক এস এ ট্রেডাসের আয়োজনে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গল্পঘর রেষ্টুরেন্টে ওই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বসুন্ধরা গ্রুপের চিফ সেলস অফিসার (সিমেন্ট সেক্টর) শাহ জামাল শিকদার। বিশেষ অতিথি ছিলেন, বসুন্ধরা সিমেন্ট এর কালীগঞ্জের একমাত্র পরিবেশক এস এ ট্রেডাসের স্বর্তাধিকারী চন্দন কুমার সাহা।

কর্মশালাতে স্থাপনা বিষয়ক কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া ৬০ জন রাজমিস্ত্রি বসুন্ধরা সিমেন্ট নির্মাণ শৈলিতে ব্যবহার করার বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। এরপর তাদের কর্মদক্ষতার উপর সচেতনতামুলক নানান দিক নির্দেশনা তুলে ধরেন বসুন্ধরা সিমেন্ট কোম্পানীর কর্মকর্তাগণ।

এ কর্মশালাতে আরও উপস্থিত ছিলেন, সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপের ডিজিএম (সেলস) শাহাদাত হোসেন, ডেপুটি ম্যানেজার জাফরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী কাওসার হোসেন ও স্থানীয় প্রকৌশলী প্রদিপ কুমার ব্যানার্জীসহ গণমাধ্যমকর্মীগণ।

আরও পড়ুন...