কত পার্সেন্ট ভোট পড়ল তা বিষয় নয়: ইসি সচিব

ইসি সচিব হেলাল উদ্দিন

পিবিএ, ঢাকা: ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়ল, তা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো মাথাব্যথা নেই।নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এতেই তারা সন্তুষ্ট।

আজ রোববার ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব বলেন, “নির্বাচনে কত শতাংশ ভোট পড়ল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি না। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে; এতে আমরা সন্তুষ্ট।”

ভোটারের উপস্থিতি কম হলে তা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে ইসি সচিব বলেন, “কত পারসেন্ট ভোট পড়তে হবে, আমাদের দেশে এ বিষয়ে কোনো আইন নেই। কত শতাংশ ভোট দিতে হবে বা গ্রহণযোগ্যতা পাবে কি না, এজন্য আমাদের দেশে কোনো আইন নেই।”

উল্লেখ্য, বিএনপি জোটের বর্জনের মধ্যে এবারের উপজেলা নির্বাচনে শতাধিক ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে ভোটারদের নির্বাচনবিমুখতা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা নিয়ে হতাশা প্রকাশ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রশ্ন করেছিলেন, “যা প্রতিদ্বন্দ্বিতা নয়, তা নির্বাচন হয় কী করে? প্রতিদ্বন্দ্বিতাহীনদের ইংরেজিতে ইলেকটেড না বলে সিলেকটেড বলা যেতে পারে কী।”
এদিকে, ইসি আজকের নির্বাচনকে শান্তিপূর্ণ বললেও মোট ৯ হাজার ২৯৮টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ১৪টি কেন্দ্রের ভোট বন্ধ করতে হয়। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরো ভোট স্থগিত করা হয়েছে।

গোলযোগের পর পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান গোলযোগের পর পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
নির্বাচনের চিত্র তুলে ধরে ইসি সচিব বলেন, “মোটামুটি ভালো ভোট হয়েছে। এ ভোটে ইসি সন্তোষ প্রকাশ করেছেন।”

কটিয়াদীর বিষয়ে তিনি বলেন, “অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট বন্ধ করা হয়েছে এবং এছাড়া সেখানে দায়িত্বে থাকা সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার ও ওই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও কেউ এর সঙ্গে জড়িত হলে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।”

সচিব জানান, চট্টগ্রামের চন্দনাইশে দুই পক্ষের সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবল গুলিতে আহত হয়। তাকে হেলিকপ্টারে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...