বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা,অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে জেলা শহরের ১নং রেলগেট থেকে মাসুদ রানাকে ও তানভীর আহমেদকে শহরের সদর হাসপাতাল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আ.লীগ নেতা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের (বহিষ্কৃত) উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০)। তিনি সদর উপজেলার বল্লমঝাড় মাঠেরপাড় এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (২৮)। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন...