সারাদেশে পুলিশের অভিযানে আরও গ্রেফতার ১৪০৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯০০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫০৫ জন।

রোববার (৪ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫০৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪০৫ জনকে।

অভিযানিক কার্যক্রমে বিদেশী পিস্তল ১টি, পেন গান ১ টি, এলজি ৬টি, রাইফেল ১টি, একটি ১ নলা বন্দুক, ১ টি ম্যগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

আরও পড়ুন...