
পিবিএ, ঢামেক : বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম রুমকি আক্তার (৩০) এই ঘটনায় তার স্বামী মাকসুদুর রহমানও (৩৫) মারা গেছে।
নিহত মাকসুদুরের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সে রুমকির লাশ সনাক্ত করেন। তিনি জানান, তাদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার দিলা কুড়ি গ্রামে। রুমকির বাবার নাম আশরাফ আলী। তারা স্বামী-স্ত্রী গেন্ডারিয়া আলমগঞ্জ লেন ১১ নম্বর বাসায় থাকতেন।
দুজনেই বনানীর ওই ভবনের এগারো তলার ১০/১১ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কর্মরত অবস্থায় স্বামী-স্ত্রী দুজনেই দগ্ধ হয়ে মারা গেছেন। মাকসুদুরের লাশ ইউনাইটেড হাসপাতালে আছে। আর রুমকির লাশ ঢাকা মেডিকেলের মর্গে।
পিবিএ/জেডআই