চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে শিক্ষক গ্রেফতার

Rape
পিবিএ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৌফিকুর রহমান মিলন (৪৫) নামের এক শিক্ষক কর্তৃক ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর যৌন হয়রানীর অভিযোগ ওঠায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত শিক্ষক রাজারহাটের পার্শ্ববর্তী দেবালয় গ্রামের তছর উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুর রহমান মিলন দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ের ছাত্রীদের উপর যৌন নিপীরন চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় ১৬ মার্চ দুপুরে শিক্ষক তৌফিকুর রহমান মিলন বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে অন্য কোন শিক্ষার্থী না থাকার সুযোগে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (১১) স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থান স্পর্শ করেন।
এ ঘটনাটি জানতে পেরে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত সোমবার রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষক তৌফিকুর রহমান মিলনকে তার বাড়ির পাশ থেকে গ্রেফতার করে পুলিশ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃঞ্চ কুমার সরকার সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/ইএ/হক

আরও পড়ুন...