চাঁদপুর দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

পিবিএ,চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীপাড়ে চাঁদপুর জেলা পুলিশের ব্লক রেইডে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিনভর অভিযানে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরীঘাট এলাকায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ও জেলা মৎস্য বিভাগের যৌথভাবে এই ব্লক রেইড পরিচালনা করে।

পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল হোসেন পিবিএ’কে জানান, জাটকা মাছ নিধন প্রতিরোধকল্পে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে হরিণা ফেরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বাসাবাড়ি থেকে প্রাং দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলেরা যাতে এই নিষিদ্ধ সময়ে নদীতে নেমে জাটকা ইলিশ নিধন করতে না পারে সে জন্যে তাদের নিষিদ্ধ কারে জালগুলো জব্দ করা হচ্ছে।

পিবিএ/এমএ/হক

 

আরও পড়ুন...