পিবিএ,চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) গ্রামে ঐতিহ্যবাহী শাহ্ সূফী সোলেমান লেংটার মাজারে ৭দিন ব্যাপী শুরু হয়েছে মেলা। এই মেলাতে ঘিরে মাজার কমিটি ও আশেপাশের লোকজন মাদক ও অন্যান্যসব অপকর্মের সাথে লিপ্ত হয়ে পড়ে।
প্রতিনিদিন মেলাতে কোটি কোটি টাকার বানিজ্য হয়। মেলার আশেপাশে পাগল ও নেশাখোরদের কয়েকশ আস্তনা গেরে বসেছে। সেখানে প্রতিনিয়িত চলছে অশ্লীলতা, অবাধে মাদক বিক্রি ও সেবন। তবে ৭দিন ব্যাপী ওরশ ও মেলা নিয়ে আয়োজক কমিটি কোন কথা বা মন্তব্য করতে রাজি হয়নি।
বেলতলী সোলেমান লেংটার মেলাতে সৈয়দ কামরুল নামের এক দোকানী পিবিকে’কে জানান, ৭ দিনের এই মেলাতে আগত দোকান থেকে দুই হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়ে থাকে। মাজারে মানতে দেয়া হচ্ছে গরু, ছাগল, নগদ অর্থ, আগরবাতি ও মোমবাতি। একই গরু-ছাগল এবং আগরবাতি ও মোমবাতি মাজার থেকে এনে পুনরায় বিক্রি করা হচ্ছে। এছাড় মাজারে প্রতিদিন মানতের লাখ লাখ টাকা উঠছে। সব মিলে এখানে বানিজ্য হচ্ছে কয়েক কোটি টাকা। এ টাকার কোনো রাজস্ব পাচ্ছে না সরকার।
মেলাতে গিয়ে দেখা যায়, শাহ্ সূফী সোলেমান লেংটার মেলাটি যেনো মাদকসেবী ও অশ্লীলতার জন্য তৈরি করা হয়েছে। মেলা শুরু হওয়ার সপ্তাহ আগে থেকেই নেশাখোররা মাজারের চারপাশে আস্তানা গেরে বসে থাকে। মেলা আশপাশে প্রবেশ করলেই নাকে আসবে গাঁজার গন্ধ। যা আশাপাশের পরিবেশ ভারী করে তোলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পিবিএ’কে জানান, মতলবের বদরপুর বেলতলী শাহ্ সূফী সোলেমান লেংটার ওরশ ও মেলার অনেক ঐতিহ্য রয়েছে। কিন্তু কিছু লোকজন মেলাকে ঘিরে মাদক সেবন ও বিক্রি করে তাকে। সেখানে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে। মাদক বিক্রি ও সেনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ওরশ ও মালাতে মাদক নিমূর্লে জিরো টলারেন্স হিসেবে পুলিশ কাজ সকরছে।
পিবিএ/এআই/হক