মেহেরপুরে এসিড পানে জুয়েলার্স কর্মচারীর আত্মহত্যা

আত্মহত্যা

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে এসিড পানে অমিত কর্মকার (২৫) নামের এক জুয়েলার্স কর্মচারী আত্মহত্যা করেছেন। নিহত অমিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের অনিল কর্মকারের ছেলে। সে ৫ বছর যাবত গাংনী উপজেলা শহরের নাজ জুয়েলার্সের কর্মচারী হিসাবে কাজ করে আসছিল।

বুধবার সকাল সাড়ে ১১টার সময় তার মৃত্যু হয়।
অমিত কর্মকারের সহকর্মী লিজন পিবিএ’কে জানান,সকালে অমিতসহ ৩জন নাজ জুয়েলার্সের কারখানায় কাজ করছিলাম। হঠাৎ সে কারখানার বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সে কারখানায় এসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে গাংনী সরকারী হাসপাতালে নিই। পরে আরো অসুস্থ হলে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার সময় পথের মধ্যে মারা যায়। অমিত প্রেম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অভিমানে কারখানায় রাখা এসিড পানে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।
এদিকে কারখানার সিসি ক্যামেরায় অমিতের এসিড পানের বিষয়টি স্পষ্ট করেছেন তার সহকর্মীরা ও নাজ জুয়েলার্স মালিক জাহিদুল ইসলাম।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পিবিএ’কে জানান,নিহত অমিতের লাশ থানায় নেয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

পিবিএ/এসএস/হক

আরও পড়ুন...