পিবিএ,ঢাকা: ঢাকার ভাটার থানা এলাকা থেকে ছিনতাইকৃত ৬০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টাকার মালিককে বুঝিয়ে দিল ট্রাফিক পুলিশ। এসময় একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- সালাম (৩৪)। গ্রেফতারের পর তার হেফাজত হতে ছিনতাইকৃত ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ (১০ এপ্রিল) বেলা ১২.২৫ টার দিকে অন্যান্য দিনের মতো বসুন্ধরা রোড এলাকায় দায়িত্ব পালন করছিল বাড্ডা জোনের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এম এম বিল্লাল আহম্মেদ ও তার সহকর্মীরা।
ঐ সময় আশফাক নামের এক ব্যাক্তি ডাচ বাংলা ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে বসুন্ধরা রোড (যমুনা ফিউচার পার্কের পকেট গেটের বিপরীতে পিঠা ঘরের সামনে) এসে পৌঁছালে দুইজন লোক মোবাইলে কথা বলে ও তার গতিরোধ করে। তাদের মধ্যে একজন সালাম এই সুযোগে ঐ ব্যাক্তির পিছনের ব্যাগ থেকে উল্লেখিত টাকা বের করে নেয়। ঘটনাটি দেখে ফেলে পাশে থাকা দুই তিনজন বাচ্চা ছেলে। তার বিষয়টি দ্রুত ঘটনাস্থলের পাশে ডিউটিরত শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এম এম বিল্লাল আহম্মেদকে জানায়। সংবাদ পেয়ে তিনি তার সহকর্মীদের নিয়ে সালামকে হাতেনাতে গ্রেফতার করেন। এরপর সালামের কাছ থেকে ছিনতাইকৃত ৬০ হাজার টাকা উদ্ধার করে টাকার মালিককে বুঝিয়ে দেন।
পুলিশের তৎপরতায় তাৎক্ষণিক টাকা ফিরে পেয়ে ভিকটিম আশফাক যেন নির্বাক। তিনি যেন ধন্যবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন। পুলিশে প্রতি কৃতজ্ঞতায় তখন তার চোখ দুটি জল জল করছিল।
গ্রেফতারকৃত সালামকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/জেআই