পিবিএ,পাবনা: পাবনা ঈশ্বরদী উপজেলার পাকশী বিবিসি বাজার থেকে বেলা ১০ টার সময় আব্দুল মান্নান(৪২) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মান্নান ঈশ্বরদী উপজেলার চররুপপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে থানা পুলিশ মান্নানের মৃতদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে কোন রকম আঘাতের চিহ্ন নেই। তবে কি কারনে সে মারা গেল বা কেউ তাকে হত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। লাশের ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/এমআর/হক