পিবিএ,দিনাজপুর: দিনাজপুর জেলার পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম (বিপিএম) এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় একটি হোটেলে অভিযান চালিয়ে ইমাম শাহজাদা (৩৮) নামে এক ভুয়া এডিশনাল এসপিকে আটক করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে কোতোযালি থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে আটকের সংবাদ নিশ্চিত করেছেন।

আটককৃত এই ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার ইমাম শাহজাদা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দরুন বাজার এলাকার ইউসুফ মিয়ার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার (পিপিএম) এর নেতৃত্বে কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম ,পুলিশ পরিদর্শক (তদন্ত ) মোঃ বজলুর রশিদ ও অন্যান্য অফিসারসহ এ অভিযান পরিচালনা করেন।
আটক কৃত ব্যাক্তির কাছ থেকে অনেক ভিজিটিং কার্ড, নেম প্লেট ,পাসপোর্ট, ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করে আসছে এবং নিজের প্রকৃত নাম গোপন করে কখনো এডিশনাল এসপি তাপস ও এডিশনাল এসপি রায়হান নামে পরিচয় প্রদান করে।
এ দিকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার (পিপিএম) আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অপরাধী যেন আইনের চোখ ফাঁকি দিতে না পারে।
পিবিএ/এসআর/আরআই