
কবির আল মাহমুদ,পিবিএ, স্পেন : বার্সেলোনায় তরুন সংগঠক প্রবাসী মুজাফ্ফর আহমদের উদ্যোগে ব্যাতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ই মে) বার্সেলোনার কাইয়ে রবাদরের একটি হলে রোজাদারদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

আয়োজক মোজাফ্ফর আহমেদ প্রতিবেদককে জানান, সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই উনার এ আয়োজন। তিনি আরও বলেন, একসঙ্গে অনেককে ইফতার করাতে পারাটা যেমনটা আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাটাও অনেক বেশি সওয়াবের।
পিবিএ/কেএএম/জেডআই