পিবিএ, ঢাকা: রাজধানীর কল্যাণপুরে রাজিয়া পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে।
পাম্পটি বাংলাদেশ স্পেসালাইড হাসপাতালের পাশে। আগুনের তীব্রতা দেখে প্রথমে ৮টি ও পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়।
তেলের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ ছাড়া চারদিকে কালো ধোঁয়া ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাসেল পিবিএ’কে জানান, আগুন লাগার পরপরই বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট যায়।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর শ্যামলী শিশু মেলা থেকে টেকনিক্যার পর্যন্ত রাস্তা বন্ধ করা হয়েছে।
পিবিএ/জেডআই