
দিনের সকল ছবি


তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে মুজিব কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শনিবার, ২৯ জানুয়ারী। ছবি : পিবিএ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে মুজিব কর্ণার’ উদ্বোধন করেন। শনিবার, ২৯ জানুয়ারী। ছবি : পিবিএ

ফুটপাতে ঘোরাফেরা শারীরিক প্রতিবন্ধী, ছিন্নমূল কিংবা অসহায় মানুষগুলো স্বপ্ন দেখে না অট্টালিকায় থাকার। চাঁদের জ্যোৎস্নায় চোখ বুজে তারা,ক্ষুদার যন্ত্রণা মেটাতে চায় দুবেলা দুমুঠো খাবার। অল্পতেই তারা তৃপ্তি পায়। শারীরিক অস্বচ্ছল প্রতিবন্ধী, হাত দুটো অকেজো, সামান্য পায়ের উপড় ভর দিয়ে চলে তার জীবন সংগ্রাম। বেঁচে থাকার লড়াইয়ে একটু খাবারের সন্ধানে মাঝে মধ্য করে বুকফাটা আর্তনাদ। হাতে নয় মাটিতে রাখা রুটি খেতে হামাগুড়ি দিয়ে খাবারে মুখ লাগিয়ে কামড়িয়ে খাচ্ছে খবার। ছবিটি নওগাঁর বদলগাছী উপজেলা চত্বর এলাকা থেকে তোলা। শনিবার, ২৯ জানুয়ারী। ছবি : পিবিএ/খালিদ হাসান মিলু

ফুটপাতে ঘোরাফেরা শারীরিক প্রতিবন্ধী, ছিন্নমূল কিংবা অসহায় মানুষগুলো স্বপ্ন দেখে না অট্টালিকায় থাকার। চাঁদের জ্যোৎস্নায় চোখ বুজে তারা,ক্ষুদার যন্ত্রণা মেটাতে চায় দুবেলা দুমুঠো খাবার। অল্পতেই তারা তৃপ্তি পায়। শারীরিক অস্বচ্ছল প্রতিবন্ধী, হাত দুটো অকেজো, সামান্য পায়ের উপড় ভর দিয়ে চলে তার জীবন সংগ্রাম। বেঁচে থাকার লড়াইয়ে একটু খাবারের সন্ধানে মাঝে মধ্য করে বুকফাটা আর্তনাদ। হাতে নয় মাটিতে রাখা রুটি খেতে হামাগুড়ি দিয়ে খাবারে মুখ লাগিয়ে কামড়িয়ে খাচ্ছে খবার। ছবিটি নওগাঁর বদলগাছী উপজেলা চত্বর এলাকা থেকে তোলা। শনিবার, ২৯ জানুয়ারী। ছবি : পিবিএ/খালিদ হাসান মিলু

বাদুরে খাওয়া ফল খেলে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে নিপা ভাইরাস। বাদুড়ের লালা ও প্রস্রাবের মাধ্যমে এসব ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রামের একটি পেয়ারা বাগান থেকে তোলা। শনিবার, ২৯ জানুয়ারী। ছবি : পিবিএ/কারিমুল হাসান লিখন

বাদুরে খাওয়া ফল খেলে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে নিপা ভাইরাস। বাদুড়ের লালা ও প্রস্রাবের মাধ্যমে এসব ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রামের একটি পেয়ারা বাগান থেকে তোলা। শনিবার, ২৯ জানুয়ারী। ছবি : পিবিএ/কারিমুল হাসান লিখন
