
দিনের সকল ছবি


শীতের হিমেল হাওয়ায় দোল খায় আলু গাছের সবুজ পাতা। শেষ সময়ে আলু খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকরা। ছবিটি নওগাঁর বদলগাছী থেকে তোলা। শনিবার, ২২ জানুয়ারী। ছবি : পিবিএ/খালিদ হাসান মিলু

আমনের মৌসুম শেষে এবার বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন গ্রাম বাংলার প্রান্তিক চাষীরা। ছবিটি বগুড়ার ধুনট থেকে তোলা। শনিবার, ২২ জানুয়ারী। ছবি : পিবিএ/কারিমুল হাসান লিখন

আমনের মৌসুম শেষে এবার বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন গ্রাম বাংলার প্রান্তিক চাষীরা। ছবিটি বগুড়ার ধুনট থেকে তোলা। শনিবার, ২২ জানুয়ারী। ছবি : পিবিএ/কারিমুল হাসান লিখন

এখন চলছে বোরো ধান চাষের মৌসুম। জমি চাষ করে ক্লান্ত শরীরকে জিরিয়ে নিচ্ছে মহিষ। ছবিটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার লক্ষীপুর বিল থেকে তোলা। শনিবার, ২২ জানুয়ারী। ছবি : পিবিএ/আব্দুল বাশির

এখন চলছে বোরো ধান চাষের মৌসুম। জমি চাষ করে ক্লান্ত শরীরকে জিরিয়ে নিচ্ছে মহিষ। ছবিটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার লক্ষীপুর বিল থেকে তোলা। শনিবার, ২২ জানুয়ারী। ছবি : পিবিএ/আব্দুল বাশির

চলতি মৌসুমে আবহাওয়া ভালো ও মাটির গুণগত মান ভালো হওয়ার ফলে বরইয়ের উৎপাদন অনেক ভালো হয়েছে। গাছে গাছে ধুলছে হাজারো বরই। ছবিটি গাইবান্ধা জেলার পৌর শহরের খানকাশরিফ থেকে তোলা। শনিবার, ২২ জানুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
